একজন নূরানী শিক্ষক প্রয়োজন হাদিয়া ১২ থেকে ১৫ হাজার টাকা



একজন নূরানী শিক্ষক প্রয়োজন 
হাদিয়া ১২ থেকে ১৫ হাজার টাকা

শর্তসাপেক্ষে


 


মাদ্রাসার নাম :
 আস্-সুন্নাহ্ ইনস্টিটিউট বাংলাদেশ
ব্যাংক কলোনী, সাভার, ঢাকা 


যোগ্যতা :
১/হাফেজ, নূরানী যে কোন বোর্ডের ট্রেনিং প্রাপ্ত হতে হবে। 
২/এক থেকে দুই বছর যে কোন মাদ্রাসায় খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে। 
৩/বাচ্চাদের খুব দ্রুত কোরআনে কারীমের সবক প্রদান করার অভিজ্ঞতা থাকতে হবে। 
৪/পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 

হাদিয়া ১২০০০ টাকা,যোগ্যতা অনুযায়ী আরও বৃদ্ধি পাবে। কম্পিউটার কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে 

সুযোগ-সুবিধা :
ছুটি :এক সপ্তাহ পর দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার বিকেল ৩ থেকে শুক্রবার মাগরিবের নামাজের পূর্ব  পর্যন্ত ছুটি কাটাতে পারবে। 

চতুর্থ সপ্তাহে বুধবার দুপুর ১২.০০ টা থেকে শুক্রবার মাগরিবের নামাজের পূর্ব  পর্যন্ত ছুটি থাকে। 

বেতন ক্লিয়ার বিষয় :

প্রতি মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দেওয়া হয়। ইনশাআল্লাহ। 
এক বছর পর পর % হিসেবে বেতন বৃদ্ধি করা হয়। 

প্রতি পরীক্ষার পর, বন্ধে বাড়ি যাওয়ার সময় ওস্তাদদেরকে একটা সন্তুষ্টজনক হাদিয়া প্রদান করা হয়। 

বোনাসের বিষয় :
বোনাসের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। 


থাকা এবং খাওয়ার বিষয় :

থাকা এবং খাওয়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো 
আমাদের মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা ভিআইপি খাবার খায় ওস্তাদেরকেও সেই খাবারই দেওয়া হয়। আলহামদুলিল্লাহ 

আপনারা যারা আগ্রহী তারা খুব দ্রুত 

নিচে দেয়া whatsapp নাম্বারে 
আপনার জীবন বৃত্তান্ত 
ভোটার আইডি কার্ডের ফটোকপি 
যেই বোর্ডের ট্রেনিং করেছেন, সেই সনদের ফটোকপি 
হাতের লেখার ছবি এবং একটু কোরআন তেলাওয়াত করে পাঠান। 

whatsapp নাম্বার 
01406839146


Comments